নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সরকারের পক্ষ থেকে ১০০ দিনের কাজের ছাড়পত্র মিলতেই রায়গঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ। দীর্ঘ একমাস কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছিল শ্রমজীবি মানুষ। ১০০ দিনের কাজ শুরু হতেই কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।
মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের ১৩নং কমলাবাড়ি অঞ্চলে কুলিক নদীর বাঁধের সংস্কারের মাধ্যমে ১০০ দিনের কাজ শুরু হয়। অঞ্চলের মোট চারটি সংসদে ২৮০জন জবকার্ডধারীরা আজ কাজ শুরু করেন। বীজগ্রাম, পিরোজপুর, পশ্চিম কর্ণজোড়া ও উদয়পুর সংসদে আজ সামাজিক দূরত্ব মেনে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়।
আরও পড়ুনঃ কালনার তালবোনা পাড়ার রাইস মিল পরিদর্শনে মহকুমা শাসক
এই অঞ্চলে যারা করোনা ও লকডাউনের জন্য ঘরে ফিরেছেন তারা নিজেদের জবকার্ড কাজে লাগিয়ে নিজের এলাকায় যাতে কাজ পায় সেদিকে নজর রাখা হচ্ছে। জমি লেবেলিং, পুকুর খনন, রাস্তা সংস্কারের কাজ শুরু করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584