নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
টেলিকম ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দিয়ে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের দরজা খুলে দিল মোদী সরকার। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব গৃহীত হয়। এর আগে টেলিকম ক্ষেত্রে এফডিআই-এর অনুমোদন ছিল ৪৯ শতাংশ। এছাড়া খুচরো ব্যবসা, বিমান পরিবহণ, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তৈরি, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণ, বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদন, কয়লা উত্তোলন এরকম কয়েকটি ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই-এর অনুমোদন রয়েছে।

এদিন এক সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় টেলিকমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন যে, স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পাকিস্তান ও চীনের ক্ষেত্রে এই সুবিধা থাকবেনা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরে ভারতের লাগোয়া স্থলসীমান্ত রয়েছে যেসব দেশের, সেখানকার বিনিয়োগকারীদের জন্য এফডিআই সংক্রান্ত বিধি কিছুটা সরলীকরণের জন্য ‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া’ চালু করার কথা জানায় মোদি সরকার।
আরও পড়ুনঃ রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অর্পিতা ঘোষ
উল্লেখ্য, চলতি বছরেই বিমা ক্ষেত্রে এফডিআই-এর উচ্চসীমা ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ করার সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। এ বার দেশের টেলিকম ক্ষেত্রও সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হল বিদেশী বিনিয়োগের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584