মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
হাওড়ার ফুলেশ্বরের এক করোনা হাসপাতলে শুক্রবার ১০১ জন করোনা আক্রান্তকে রোগমুক্ত করে ছেড়ে দেওয়া হল। করোনা চিকিৎসায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে এই হাসপাতাল। এই ১০১ জনের মধ্যে অধিকাংশ রোগীই হাওড়া ও হুগলি জেলা থেকে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে।
কোয়ারেন্টাইন থাকার পর এবং সঠিক চিকিৎসার জেরে সকলেই আজ করোনা মুক্ত। হাসপাতালটি আজ অবধি প্রায় ৩৫৪ জন করোনা রোগীকে সুস্থ করে তুলেছেন। এই করোনা আক্রান্তদের মধ্যে মহিলা ছিলেন ১৩১ জন, ছিলেন ২০১জন পুরুষ এবং ২২টি শিশু।
আরও পড়ুনঃ ১ জুন থেকে খুলছে সব ধর্মীয় স্থান, ৮ জুন চালু হচ্ছে অফিসও
এছাড়াও, কয়েকজন প্রসূতি করোনা আক্রান্ত হলেও তাঁদের সন্তানরা অর্থাৎ সদ্যোজাতরা সুস্থ, স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে এই হাসপাতালে। ফুলেশ্বরের এই কোভিড হাসপাতালের পরিচালক ডাঃ শুভাশীষ মিত্র বলেন, “এটি পশ্চিমবঙ্গের প্রথম কোভিড হাসপাতাল যেটি সাফল্যের সঙ্গে একদিনে ১০১জন কোভিড-১৯ রোগীকে মুক্তি দিয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584