করোনাকে হেলায় হারিয়ে ১০১ বছরের বিজয়িনী মাংগাম্মা

0
34

নিউজফ্রন্ট ডেস্ক, হায়দ্রাবাদঃ

তিরুপতির ১০১ বছর বয়সী শ্রীমতী পি. মাংগাম্মা সুস্থ হয়ে উঠেছেন করোনা সংক্রমণ থেকে। তাঁর চিকিৎসক ড. রাম বলেন যেসব মানুষের ধারণা করোনা সংক্রমণ মানেই নিশ্চিত মৃত্যু তাঁদের কাছে শ্রীমতী মাংগাম্মা এক উদাহরণ সৃষ্টি করলেন যে করোনা আক্রান্ত হওয়া মানেই নিশ্চত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া নয়।

P Mangamma | newsfront.co
পি. মাংগাম্মা। সংবাদ চিত্র

শ্রীমতী মাংগাম্মা ভর্তি হয়েছিলেন তিরুপতি শহরের শ্রী ভেঙ্কটেশ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স হাসপাতালে। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকলেও অন্য কোনো কো-মরবিডিটি ছিল না; তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন খুবই কম উপসর্গ নিয়ে, হাসপাতালের সুপার ড: রাম একথা জানিয়েছেন। তবে শ্রীমতী মাংগাম্মার পরিবারের অন্য সকলের কোভিড টেস্টের ফল নেগেটিভ।

আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্থ অর্থনীতি বাঁচানোর পরিবর্তে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি করছে ভারত সরকারঃ রঘুরাম

ড: রাম বিশেষ ভাবে বলেন, শ্রীমতী মাংগাম্মার মনের জোর প্রশংসার দাবি রাখে, তিনি জানতেন যে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন তা সত্বেও ভয় না পেয়ে চিকিৎসকদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছেন সবসময়। তিনি আরো জানান, শ্রীমতী মাংগাম্মার পরিবারের লোকেরা তাঁদের যোগাযোগের যাবতীয় ডিটেলস ভুল দেওয়ার কারণে অ্যাম্বুল্যান্সের চালক তাঁকে বাড়িতে পৌঁছে দিতে খুবই অসুবিধার মধ্যে পড়েন, শ্রীমতী মাংগাম্মা নিজেই পথনির্দেশ দেন চালককে এবং বাড়িতে পৌঁছান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here