শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
ব্রাজিলের পেট্রোপলিস শহরে বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১০৪ জনে পৌঁছেছে। গত মঙ্গলবার রিও ডি জেনিরোর উত্তরের পাহাড়ি পর্যটন শহর পেট্রোপলিসে প্রবল বৃষ্টির পর বন্যা ও ভূমিধস হয়। বন্যা ও ভূমিধসে ওই এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। শহরের রাস্তাও জলে ভেসে গেছে। রাস্তায় থাকা গাড়িগুলো জলে ভাসতে দেখা যায়।
এমন পরিস্থিতিতে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কাদায় চাপা পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা। ব্রাজিলের সিভিল ডিফেন্স টুইটে জানিয়েছে, এখন পর্যন্ত ১০৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, এছাড়াও বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশ্রয়ের খোঁজে স্থানীয় একটি গির্জায় যাচ্ছিলেন শহরের বাসিন্দা ওয়েন্ডেল পিও লরেনকো। তিনি বলেন, ‘আমি একটি কন্যাশিশুকে মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখেছি। শহরে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’
রাশিয়ায় সরকারি সফরে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেন, তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। পেট্রোপলিস শহরে অনেক সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রেট্রোপলিস এলাকায় তিনদিনের শোক ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ ৬০ বছর পরে হাঙ্গর হানায় মৃত্যু সাঁতারুর, ভয়ে কাঁপছে সিডনির বিখ্যাত সব সমুদ্রতট
বন্যা ও ভূমিধসে শহরের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটিতে অন্তত ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জনপ্রিয় পর্যটন শহর পেট্রোপলিস একসময় ব্রাজিলের ক্ষমতাধর ব্যক্তিদের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল। কিন্তু অবস্থানগত কারণে শহরটি ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১১ পেট্রোপলিস ও কাছের শহরগুলোতে ভূমিধসে ৯০০–এরও বেশি মানুষের প্রাণহানি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584