মোদী ভগবান! আসামে ‘বিদেশি’ তকমা নিয়েই প্রয়াত শতায়ু বৃদ্ধ

0
148

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

“মোদী আমার ভগবান, এসেছে নাগরিকত্ব আইন, এবার আর ভারতের নাগরিকত্ব পাওয়া কেউ আটকাতে পারবে না।” শতায়ু বৃদ্ধ, ছেলের মোবাইলে মোদীর ভাষণ শুনতে শুনতে বলেছিলেন মাত্র ৬ মাসে আগে। ভরসা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর।

Assam Old man | newsfront.co

কিন্তু না! আশা পূরণ হল না ১০৪ বছরের চন্দ্রধর দাসের। বিদেশি তকমা নিয়েই মৃত্যু হল আসামের বাসিন্দার। বছর দুয়েক আগে নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছিলেন। ঠাঁই হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। মেয়ে বলেছেন, “বাবার শেষ ইচ্ছে ছিল, নাগরিকত্ব পেয়ে বিদেশি তকমা মুছে দেবেন। কিন্তু কিছুই হল না। বিদেশি হয়েই মরতে হল তাঁকে।”

তিন মাস ডিটেনশন ক্যাম্পে থাকার পর, গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১০৪ বছর বয়সী চন্দ্রধর দাস। কাছাড় জেলার বরাইবস্তিতে ছেলের ছোট কুড়েঘরে মৃত্যু হল বিদেশি এই বৃদ্ধের। শিলচর থেকে প্রায় ৩০ কিমি দূরে হিন্দু অধ্যুষিত বরাক উপত্যকায় মেয়ে নিয়তি দাসের স্মৃতিচারণে উঠে এল বাবার কথা। রাস্তায় মোদীর পোস্টার দেখলেই হাতজোড়ে প্রণাম করতেন তিনি।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলন ঘিরে টেলিকম সংস্থার কর্পোরেট যুদ্ধ

কিন্তু নিয়তির কথায়, “এক বছর হয়ে গেল নাগরিকত্ব আইন কার্যকর হল না। কিন্তু বাবার সেই ‘ভগবান’ কী করল?” কান্নায় ভেঙে পড়ে তাঁর আকুতি, “বাবা শুধু ভারতীয় হিসাবে মরতে চেয়েছিলেন। তিনি চেষ্টাও করলেন। এক আদালত থেকে আরেক আদালতে ছুটে বেড়ালেন,আইনজীবী থেকে সমাজকর্মী, সবার কাছে কাগজ জমা দিলেন। আর তারপর একদিন তিনি মারা গেলেন। আইনের চোখে আমরা এখনও বিদেশি। নতুন আইনে আমাদের জন্য কিছু হয়নি।”

আরও পড়ুনঃ চার থেকে ছ’মাসের মধ্যে আরও করোনা সংক্রমণ আরও বাড়বে, বললেন বিল গেটস

শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব সোমবার যান চন্দ্রধরবাবুর বাড়িতে। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, এই আইনকে হাতিয়ার করে হিন্দু বাঙালি ভোটের মেরুকরণের ফলে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবার এটা শেষ করার সময় এসেছে। হিন্দু বাঙালি ভোটের মেরুকরণ বন্ধ করতে হবে।

যদিও নাগরিকত্ব আইন কার্যকর হয়নি, কিন্তু এই আইন কাউকেই নাগরিকত্ব দেয়নি এখনও, শুধুই কেড়েছে নাগরিকত্ব। তাহলে হিন্দুত্বের তাস দেখিয়ে ক্ষমতায় আসা বিজেপি কেন এখনও ডিটেনশন ক্যাম্পে থাকা হিন্দু বাঙালিদের সাহায্য করছে না? বিজেপি সাংসদ ড. রাজদীপ রায়ের দাবি, করোনা অতিমারীর জন্য এই আইন কার্যকর করা যায়নি। করোনা অতিমারীর আবহে সংসদে অধিবেশন হতে পারে, কৃষি আইন কার্যকর হতে পারে, শুধু নাগরিকত্ব পাওয়া আটকে থাকতে পারে! প্রশ্ন সেখানকার মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here