মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু ১০ নবজাতকের

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল মহারাষ্ট্রের ভান্ডারি জেলার এক সরকারি হাসপাতাল। বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ সদ্যজাতের। শুক্রবার রাত ২টোর সময় হাসপাতালে আগুন লেগেছিল বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

Fire in Mahashtra hospital | newsfront.co
ছবিঃ আইএএনএস

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওই হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে শুক্রবার গভীর রাতে আগুন লাগে। তখন ওই বিভাগে ১৭ জন নবজাতকের চিকিৎসা চলছিল। হাসপাতালের কর্মীরা কোনও রকমে ৭ শিশুকে উদ্ধার করতে পারলেও বাকিদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে।

সরকারি হাসপাতালে এমন ঘটনায় হতবাক সকলে। শনিবার রাতে এক নার্স হঠাতই ধোঁয়া বেরতে দেখেন। এর পরই তিনি কর্তৃপক্ষকে খবর দেন। পরে দমকল এলেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। ফলে মর্মান্তিক পরিণতি এড়ানো যায়নি। ১০ জন নবজাতকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ আইন বাতিল হলে তবেই ঘরে ফিরবেন! ব্যর্থ বৈঠকের পর কেন্দ্রকে সাফ জানালেন কৃষকরা

এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃক্ষের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছে রোগী ও তাদের পরিবার। তবে মহারাষ্ট্রের ওই হাসপাতালে ঠিক কি কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দমকল আধিকারিকদের প্রথামিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। চিকিৎসাধীন রোগীদের পরিবারের তরফ থেকে গোটা ঘটনার তদন্তের দাবি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here