ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
প্রবল বৃষ্টি জনিত কারণে গোটা দেশজুড়ে বিগত চার দিনে সর্বাধিক মৃত্যুর সংখ্যা ১১০ জন। উত্তর প্রদেশ, বিহার, গুজরাট সহ মধ্যপ্রদেশ বৃষ্টির কারণে ঘরছাড়া বহু মানুষ। এছাড়া উত্তরাখণ্ড রাজস্থানে বৃষ্টির কারণে বেশ কিছু জন মানুষ মারা গেছে বলে সরকার সূত্রে খবর।
প্রবল বর্ষণের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন উত্তরপ্রদেশে। এমনটাই জানা গেছে সরকার কর্তৃক প্রকাশিত এক রিপোর্টে।এখনো পর্যন্ত জানা গেছে বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের কারণে উত্তরপ্রদেশের মৃত্যুর সংখ্যা ৭৯ জন।
আরও পড়ুনঃ খড়গ্রাম ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বিডিও
বিহারী মৃত্যুর সংখ্যা ২০ জন। গুজরাটি এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩ জন। এছাড়া উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ ও রাজস্থানে প্রবল বর্ষণের কারণে মারা গেছেন প্রায় ১৩ জন।
প্রবল বর্ষায় হতাশাগ্রস্ত প্রতিটি রাজ্যের মানুষকে রাজ্য সরকার সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বন্যা মোকাবেলায় জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584