১১৩ বছর বয়স্ক আক্রান্ত স্পেনের মহিলার মনোবলের কাছে পরাস্ত করোনা

0
107

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

পৃথিবী যখন করোনাতে জর্জরিত। সব সময় যখন মত্যুর সংবাদ মানুষের মনকে আরও চিন্তান্বিত করে তুলছে, ঠিক সেই সময় স্পেনে ঘটল এক মিব়্যাকেল। করোনা থেকে বেঁচে ফিরলেন দেশের সবচেয়ে বয়স্ক মহিলা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি আইসোলেশনে ছিলেন। সূত্রের খবর অনুসারে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাঁর সুস্থ হওয়ার খবরে আশার আলো দেখছেন পৃথিবীর সব আক্রান্তরা।

old woman | newsfront.co
মারিয়া ব্রানিয়াস। ছবিঃ সালভাদর ভার্জেস টুইটার

মারিয়া ব্রানিয়াস নামের এই বৃদ্ধার বয়স ১১৩ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর জন্ম। গত ২০ বছর ধরে সেখানেই বসবাস করেন তিনি । যখন থেকে শ্বাসকষ্ট শুরু হয় তখনি সে নিজেকে ঘরের মধ্যেই আইসোলেট করে নেন। পরে লালারস পরীক্ষায় তাঁর শরীরের করোনা ভাইরাসের সন্ধান মেলে। বাড়িতেই করা হয় তাঁর চিকিৎসা।

আরও পড়ুনঃ চাইলে ‘আজীবন’ বাড়ি থেকে কাজ করতে পারবেন টুইটার কর্মীরা

১১৩ বছরের এক বৃদ্ধার জন্য তো করোনাও প্রাণঘাতী! শুধুমাত্র মনের জোরেই এই বিপদ মারিয়া কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। গত সপ্তাহের তার লালারস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পরিবারের তরফে জানানো হয়েছে, মারিয়া এখন সম্পূর্ণ সুস্থ। তিনি সবার সঙ্গে কথা বলছেন।এই বয়সেও কেউ করোনাকে হার মানাতে পারে সেটা খুবই আর্চয্যের বিষয়। এই বৃদ্ধার মনোবল হয়তো করোনার মোক্ষম ওষুধ, যার ফলে হার মানতে বাধ্য হয়েছে কোভিডো-১৯।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here