রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১১৭, মৃত ৯

0
65

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের ১১৭ জন নতুন আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। মৃত্যু হল আরও ৯ জনের। অন্যদিকে, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৮৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য দফতর বুলেটিনে এমনটাই জানা গিয়েছে। তবে উল্লেখযোগ্য, কলকাতাতেই নতুন ৮৫ জনের হদিশ পাওয়া গিয়েছে।

corona positive | newsfront.co

প্রকাশিত বুলেটিন সূত্রে খবর, নতুন ১১৭ জনের করোনা চিহ্নিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২২৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট করোনায় মৃত্যু দাঁড়াল ১৩৫ জন। অন্যদিকে করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু ২০৭ জনের। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০২ জন। সুস্থ হওযার হার ৩০.৬৬ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৩৮১ জন।

Bulletin | newsfront.co
রাজ্য সরকার প্রকাশিত বুলেটিন

বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫০১০ জনের। সব মিলিয়ে রাজ্যের ১৮ টি মোট করোনা টেস্টের সংখ্যা ৫৭৬৩২ জনের। রাজ্যের ৬৮টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫২ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৫৭০টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৬.১৩ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৮১৪৬ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬৩৫৭ জন।

এছাড়া এদিনের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় ৮৫ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১১২৬ জনের। আর কলকাতাতেই মৃত্যু হয়েছে আরও ৫ জনের। কলকাতায় মোট মৃত্যু ১৪০ জনের। তারপরেই হাওড়ায় ৭ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৪৮৪ জনের। হাওড়ায় মৃত্যু হয়েছে ২ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ১৩ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৩০১ জনের, এখানে মৃত্যু ১ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here