মোহনা বিশ্বাস, কলকাতাঃ
এবার কলকাতা পুলিশের জালে ভুয়ো কল সেন্টার। তারাতলার রোডে ওয়েবেল আইটি পার্কের একটি বিল্ডিংয়ে হাতেনাতে ধরা পড়ল ভুয়ো কল সেন্টার। সোমবার রাতে অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টার কাণ্ডে জড়িত ১১ জনকে গ্রেফতার করে কলকাতা পুুলিশের গুণ্ডাদমন শাখা। কয়েকদিন ধরেই খবর আসছিল যে কলসেন্টারের আড়ালে প্রতারণার ব্যবসা ফেঁদেছে অভিযুক্তরা। এমনটাই জানা যায় কলকাতা পুলিশের তরফ থেকে। কলসেন্টার থেকে মূলত ভয়েস কলের মাধ্যমেই এই ফাঁদ পাতা হত।
তদন্তকারীদের অনুমান, কম্পিউটারের প্রযুক্তিগত সহায়তা করার নাম করে গ্রাহকের কাছে ভাইরাসে ভরা সফটওয়্যার পাঠানোর চেষ্টা করত অভিযুক্তরা। আর সেই সফটওয়্যার ব্যবহার করেই সমস্যায় পরতে হত গ্রাহকদের। তারপর ওই সফটওয়্যার ঠিক করে দেওয়ার নাম করে চাওয়া হত মোটা অঙ্কের টাকা।
আরও পড়ুনঃ লালবাজারের গোয়েন্দাদের জালে এবার ভুয়ো আইপিএস
সোমবার রাতে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো কল সেন্টার কাণ্ডে জড়িত ১১ জন। ধৃতদের নাম, মহম্মদ তসফিন ওরফে অপ্পু, মহম্মদ আলি, মিরজা রিয়াজ, কাসিফ হাসান, এসকে জাসিম, বাবলু প্রসাদ, তৌসিফ আলি,মহম্মদ শাহবাজ্, শহিদ আফ্রিদি এবং অভিজিৎ ঘোষ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন নথিপত্র। যা বাজেয়াপ্ত করেছে পুুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584