ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর বাজি কারখানায়, মৃত অন্তত ১১

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তামিলনাড়ুর বিরুধুনগর জেলার আচানকুলাম গ্রামে শ্রী মারিয়াম্মান নামে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় শুক্রবার। বাজি কারখানার এই বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত আরও ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকলের অনুমান, কারখানার ভিতরে এখনো অনেক শ্রমিক আটকে রয়েছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tamilnadu Explosion | newsfront.co
ছবিঃ এএনআই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তানামির নামে এক ব্যবসায়ীর মালিকানা রয়েছে এই বাজি কারখানায়। গত দু’বছর ধরে এখানে বাজি তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ছটি ঘরে বাজি মজুত রাখা হতো সেখানে আজ কোনওভাবে আগুন লেগে যায়। তারপরই বিস্ফোরণ হয়। দুপুর দেড়টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্ফোরণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুনঃ ধর্ম মাফিয়াদের দখলে ভারতীয় ক্রিকেট! পদত্যাগ পত্রে বিস্ফোরক ওয়াসিম জাফর

তামিলনাড়ু সরকারের কাছে দুর্গতদের সাহায্যে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন কগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
জেলা কালেক্টর আর কান্নান এবং পুলিশ সুপার পেরুমল ঘটনাস্থলে যান। কারখানার লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন জেলা রেভিনিউ আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here