নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার দুপুরে বিশাখাপত্তনমের সরকার অধিগৃহীত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড-এ কাজ চলাকালীন শ্রমিকদের মাথার উপর হুড়মুড় করে ভেঙে পড়ল ক্রেন। তাতে চাপা পড়ে মৃত্যু হল ১১ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। জাহাজ নির্মাণের সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত ক্রেনটি এদিন পরীক্ষা করার সময়ই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
কর্মীরা ক্রেনটি পরীক্ষা করার সময় আচমকা বিকট শব্দের সঙ্গে সেটি ভেঙে পড়লে বেশ কয়েক জন তার নীচে চাপা পড়েন। বিশাখাপত্তনম পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন ওই শিপ ইয়ার্ডের স্থায়ী কর্মী। বাকিরা চুক্তিভিত্তিক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। কিন্তু তত ক্ষণে ১১ জন মারা গিয়েছেন।
দুর্ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, ওই বিশাল আকৃতির ক্রেনটি কীভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। সেই সময় তার নীচে কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা এমনটা ঘটে যাওয়ায় অনেকেই সেখান থেকে সরে আসতে পারেননি।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্য সভা সদস্য ও প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিং
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত জেলা প্রশাসনকে উদ্ধারকাজে সাহায্যের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। অন্ধ্রের উপকূলবর্তী শহর বিশাখাপত্তমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে জাহাজ নির্মাণ, মেরামতি, সাবমেরিন তৈরির কাজও হয়। জানা গিয়েছে, প্রায় এক দশক আগে বিশাল আকৃতির এই ক্রেনটি কিনেছিল হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড সংস্থা। সেটি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় এক বেসরকারি সংস্থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584