ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উৎসবের মরশুমে সুখবর রেল কর্মীদের জন্য। ১১ লক্ষ রেলকর্মী পুজোর আগেই পাবেন দীপাবলি বোনাস। রেল ঘোষণা করেছে, ২০২০-’২১ অর্থবর্ষে রেলের নন-গেজেটেড কর্মীরা মোট ৭৮ দিনের বোনাস পাবেন। আরপিএফ ও আরপিএসএফ কর্মীরা বাদে নন-গেজেটেড কর্মীরা এই বোনাস পেয়ে থাকেন।
সাধারণত প্রতি বছরই পুজোর আগে নন-গেজেটেড কর্মচারীদের বোনাস দেয় ভারতীয় রেল। কত দিনের বোনাস দেওয়া হবে সে প্রস্তাব রেল দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভাকে, সে প্রস্তাবে মন্ত্রীসভা সায় দিলে রেল বোনাস ঘোষণা করে।
আরও পড়ুনঃ পুজোর শুরুতেই ফের অগ্নিমূল্য রান্নার গ্যাস, সিলিন্ডারের দাম বাড়ল ১৫ টাকা
২০১৯-’২০ অর্থবর্ষে রেলের ১১ লক্ষ ৫৮ হাজার কর্মচারীকে ৭৮ দিনেরই বোনাস দেওয়া হয়েছিল। তার জন্য খরচ হয়েছিল মোট ২ হাজার ৮১ কোটি ৬৮ লক্ষ টাকা। ২০২০ সালে রেল মন্ত্রক সিদ্ধান্ত নেয় প্রতি মাসে সর্বোচ্চ সাত হাজার টাকা হিসেবে ৭৮ দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। সেই ঘোষণাই করা হল বুধবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584