নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বুধবার জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। মহাপ্রভু জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা’র বাড়ি ফেরার পালা। আজ গুন্ডিচা মন্দির থেকে মহাপ্রভু যাত্রা করবেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এরই মধ্যে পুরীতে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শেষ সাতদিনে পুরীতে মোট ৫ হাজার ৫৬৯ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ১২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। লালারসের নমুনা পরীক্ষা করে দেখার পরে তাঁদের সকলকে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ আজ থেকে এটিএমে আগের নিয়ম লাগু
২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে পুরীতে। বুধবার সকাল আটটা নাগাদ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে বের করে এনে মহাপ্রভু জগন্নাথকে রথে তোলা হবে। তারপর বিভিন্ন আচার পর্ব মিটিয়ে জগন্নাথ দেবের রথ পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে।
আরও পড়ুনঃ ফের বাড়লো ভুর্তুকিহীন রান্নার গ্যাসের দাম
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সোনার বেশ পরানো হবে মহাপ্রভুকে। শুক্রবার রীতি মেনেই হবে মহাপ্রভুর ভোগ প্রদান ও অধরপানা। এই অধরপনা পর্ব মিটলেই দেশ থেকে বিদায় নেবে করোনা ভাইরাস। এমনটাই বিশ্বাস ভক্তকূলের। শনিবার পুরীর মন্দিরে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584