নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কংগ্রেসের উদ্যোগে আজও অসম থেকে ১২৫ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে পাঁচ(৫) টি বাস এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে। সামাজিক দূরত্ব এবং সব ধরনের নিয়মবিধি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করার স্বার্থেই পাঁচটি বাসে করে এত কম সংখ্যক মানুষ আসতে পারলেন।

পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ব্যাপারে ট্রেন ব্যবস্থার বিষয়ে না অগ্রসর হওয়ায় বিপুল ব্যয়ভার বহন করেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে বাসে করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হচ্ছে বলে মত দলীয় নেতৃত্বের।
আরও পড়ুনঃ ভিনরাজ্য থেকে দেগঙ্গায় ফিরলো পরিযায়ী শ্রমিক

আজ এসে পৌঁছানো মানুষরা কলকাতা, মালদহ, মুর্শিদাবাদে নিজ নিজ জায়গায় পৌঁছে গিয়েছেন। সেখানে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ব্যাপারটি আজ তদারক করেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584