নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
জয়পুর ও সংলগ্ন বেশ কিছু অঞ্চলে রবিবার সন্ধ্যায় এক ঘন্টার বৃষ্টি এবং সাথে বজ্রপাত। সেই বজ্রপাতের বলি ১২ জন, আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি। জয়পুরে আমির প্যালেসের কাছে ঘটলো এই মর্মান্তিক ঘটনা। আহতদের ভর্তি করা হয়েছে জয়পুরের এসএমএস হাসপাতালে। শুধু জয়পুর নয়, এদিন ভয়াবহ বাজ পড়েছে কোটা, ধলপুর, বারাং, ঝালাবাড়েও।
নিহতদের পরিবারকে ৫লক্ষ টাকা করে সরকারের তরফে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটা। মুখ্যমন্ত্রী গেহলটা এদিনের ঘটনায় শোক প্রকাশ করে একটি টুইটও করেন।
আরও পড়ুনঃ আইএএস আধিকারিকের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগ যোগী রাজ্যে, ভিডিও ভাইরাল নেটমাধ্যমে
ওই টুইটে তিনি লিখেছেন, ‘কোটা, ঢোলপুর, ঝালাবাড়, জয়পুর, বারাংয়ে এদিন বজ্রপাতে যে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর পরিজনদের শক্তি দিন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584