নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ
পোলিও-র বদলে মুখে ঢেলে দেওয়া হল স্যানিটাইজার। এই ‘দো বুঁদ জিন্দেগি’ ই মৃত্যুর মুখে ঠেলে দিল ১২ জন শিশুকে। রবিবার পোলিও খাওয়ানোরই কথা ছিল। বদলে ১২ জন শিশুর মুখে তুলে দেওয়া হল হ্যান্ড স্যানিটাইজার। বর্তমানে সব শিশুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রবিবার মহারাষ্ট্রের ইয়াভাতমল জেলার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আর আজ, মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সেই ঘটনার খবর। এই ঘটনায় অভিযুক্ত ৩ জন স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
গত রবিবার মহারাষ্ট্রের ইয়াভাতমল জেলার ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিল ১-৫ বছরের হাজার দুয়েকরও বেশি শিশু। সেখানেই কয়েকজন শিশুকে পোলিও ফোঁটার বদলে খাওয়ানো হয় হ্যান্ড স্যানিটাইজার।
আরও পড়ুনঃ গোরেগাঁওয়ে স্টুডিওয়তে অগ্নিকাণ্ড
এরপর বেশ কয়েকজন শিশুর গা গুলাতে থাকে, হাত পায়ে ব্যাথা শুরু হয়। কয়েকজন শিশু বমিও করতে থাকে বলে জানা গিয়েছে। এরপরই তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে, এখন সব শিশুই ভালো আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584