১৩ বছর বয়সেই দ্বাদশ পাস করা তানিশকা হতে চায় আইপিএস অফিসার

0
130

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

বহুমুখী প্রতিভার অধিকারী তানিশকা সুজিত(ছবি: সংগৃহীত)

মাত্র ১৩ বছর বয়সেই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা পাস করে সবাইকে চমকে দিল ইন্দোরের তানিশকা সুজিত। সাম্প্রতিক তানিশকার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার মধ্যপ্রদেশ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত পরীক্ষায় তানিশকা ৬২.৮ শতাংশ মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে কমার্স বিভাগ থেকে।

তানিশকার মা অনুভবা চন্দ্রন সংবাদ মাধ্যমকে জানান,”তানিশকাকে সরাসরি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসার বিশেষ অনুমতি চেয়ে আমরা ভোপালের সরকারি দপ্তরে বেশ কয়েকবার আবেদন করি।”

দশম শ্রেণীর পরীক্ষা পাস করার পর সরাসরি দ্বাদশ শ্রেণী থেকে বোর্ড পরীক্ষা দেওয়া তানিশকাই সম্ভবত মধ্যপ্রদেশের সব থেকে কম বয়সী পরীক্ষার্থী।

তার মা আরও জানান যে অন্যান্য ছেলে মেয়েদের মত তানিশকাকে প্রি-প্রাইমারিতে ভর্তি না করে সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি করা হয় মাত্র ৩ বছর বয়সে।

তিনি জানান,”২০১৫ সাল থেকে আমার মেয়ে বাড়িতেই পড়াশোনা করছে। আমার মৃত স্বামী মনে করতেন যদি সঠিক শিক্ষা দেওয়া হয় তাহলে বিদ্যালয়ের থেকে বাড়িতেই একটি বাচ্চা ভালো শিক্ষা পেতে পারে। সঙ্গে শিখতে পারে আরো বেশি কলাকৌশল।”

আরও পড়ুন:রাফাল বিমানের প্রথম পাইলট কাশ্মীরের হিলাল আহমেদ

বড় হয়ে তানিস্কা আইপিএস হতে চায়। সঙ্গে সে নাচেও পিএইচডি করতে চায়। তার পরবর্তী চ্যালেঞ্জ বি.কম. ফাইনাল ইয়ার পরীক্ষায় বসা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here