ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি! এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০ জনের

0
76

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

শনিবারের ভয়াবহ ভূমিকম্পের পরে হাইতির পোর্ট ও প্রিন্স এলাকাতে মৃত্যু মিছিল। এখনো পর্যন্ত প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে ধসে পড়েছে বহু বাড়ি, সেই সব ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। রিখটার স্কেলে ৭.২ মাত্রার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল এমনটাই জানা গিয়েছে। ভূমিকম্পের পরে একাধিক আফটার শক বারেবারে কেঁপে উঠছে হাইতির বিভিন্ন এলাকা।

Haiti Earthquake
সৌজন্যেঃ আল জাজিরা

ভূমিকম্পের পর একাধিক আফটার শকে কেঁপে উঠেছে হাইতির একাধিক এলাকা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি হাইতিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফে সবরকম সাহায্য করা হবে।

আরও পড়ুনঃ কাবুল দখলের পরে দ্রুত পাল্টাচ্ছে পরিস্থিতি, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার

সবথেকে কঠিন অবস্থা স্থানীয় হাসপাতালগুলির। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। ধ্বংসস্তুপের মধ্যে থেকে জীবিত অবস্থায় জোট বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করা যায় সেই লক্ষ্যেই কাজ চালাচ্ছে প্রশাসন। উল্লেখ্য, ২০১০ সালের ৭ মাত্রার ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল পোর্ট অঁ প্রিন্স শহর। মৃত্যু হয়েছিল প্রায় দু লক্ষ মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here