ফের সংক্রমণের নতুন রেকর্ড! ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ১,৩৪৪ , মৃত ২৬, সুস্থ ৬১১

0
66

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রত্যেকদিন সংক্রমণের রেকর্ড ভাঙার ধারাবাহিকতা বজায় থাকল শনিবারও। এ দিনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ মিলেছে ১৩৪৪ জনের। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের, যার মধ্যে ১৬ জন কলকাতারই। সুস্থ হয়েছেন ৬১১ জন। উল্লেখ্য, এর মধ্যে কসবা থানাতেই ওসি-সহ ৭ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

corona positive | newsfront.co

২৪ ঘন্টায় ১৩৪৪ জন করোনা পজিটিভে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৪৫৩ জনে। আরও ২৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৯০৬ জনের। এদিকে আরও ৬১১ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১৭৯৫৯ জন। এর মধ্যে কলকাতাতেই সংক্রমণ রেকর্ড ৪১২ জনের, রেকর্ড মৃত্যু হয়েছে ১৬ জনের। মৃত ৯০৬ জনের মধ্যে ৪৮৬ জন কলকাতারই। ৩২৭ জন সংক্রমণে বিপজ্জনক পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনারও।

Bulletin | newsfront.co

এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতে এদিনও ১৮৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৪১ জন, হাওড়ায় ৫৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ জন সুস্থ হয়েছেন। কিন্তু বিপুল সংক্রমণের জেরে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৬৩.১১ শতাংশে। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৯৫৮৮ জন। তার মধ্যে এদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ৭০৭ জন।

বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৫৪ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৬০৫৩৭০ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১১৪০৩ জনের। রাজ্যের ৮০ টি করোনা হাসপাতাল, ২৬ টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি হাসপাতালে মোট ১০৮৩০ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯৪৮ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯৫ টি। তার ২৬.৪৫ শতাংশ রোগী ভর্তি আছেন।

আরও পড়ুনঃ নো স্কুল নো ফি-এর দাবিতে উত্তাল বেহালা ন্যাশনাল জেমস, ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন

সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৪৮০৫ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০০৬৩৪ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২৪৬০ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৩১৯৬০৭ জনকে। শ্রমিক স্পেশাল ট্রেন ফেরত পরিযায়ী শ্রমিকদের তথ্যে জানানো হয়েছে, ১৬৪১ টি কোয়ারেন্টাইন সেন্টারে ৮৯৩৩ জন শ্রমিককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। করোনা পরীক্ষা করে সুস্থ দেখে ২৬৫৮৯৫ জন শ্রমিককে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যে সেফ হোম ও তার বেড সংখ্যা এবং সেখানে রোগীদের সংখ্যা উল্লেখ করে বলা হয়েছে, রাজ্যের ১০৬ টি সেফ হোমে ৬৯০৮ টি বেড রয়েছে এবং তাতে ২৩৯ জন রোগী রয়েছেন।

আরও পড়ুনঃ ফেরাল তিন হাসপাতাল! মৃত্যু করোনা পজিটিভ তরুণের

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় এদিন রেকর্ড ৪১২ আক্রান্তের সংখ্যা বাড়ায় মোট সংক্রমণ ৯১৫৪ জনের। এদিন কলকাতায় আরও ১৬ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতে মোট মৃত্যু ৪৮৬ জনের। এছাড়া এদিন উত্তর ২৪ পরগনাতেও রেকর্ড ৩২৭ জন সংক্রামিতের সংখ্যা বাড়ায় মোট আক্রান্ত সংখ্যা ৫২৭২ জন। এখানেও এদিন আরও ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ১৬১ জন।

এছাড়া হাওড়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিন অন্যান্য জেলার সঙ্গে হাওড়ায় ১৩০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৪৯ জন, হুগলিতে ৫৬ জন, জলপাইগুড়িতে ৪৬ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও উত্তরবঙ্গের কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও ঝাড়গ্রাম ছাড়া এদিন সংক্রমণ বেড়েছে রাজ্যের বাকি সমস্ত জেলাতেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here