জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
সংস্কৃতির প্রসার ও যুব সমাজকে উৎসাহ প্রদান করতে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো রামেশ্বরপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ১৩ তম নক আউট ফুটবল টুর্নামেন্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধমে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়।
আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছিল বহুরুল আদিবাসী সহায়ক সমিতি এবং গোসাইডোব যুব সংঘ।
খেলার ফলাফল নির্ধারিত সময়ে ১- ১ হওয়ায় ট্রাইবেকারের মাধমে ফলাফল নির্ধারন হয়। তাতে ৫- ৬ গোলে বহুরুল আদিবাসী সহায়ক সমিতি, গোসাইডোব যুব সংঘকে পরাজিত করে বিজয় হয়েছেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে কোনো ইন্ট্রি ফি ছিল না। বিজয়ী দলকে নগদ ৬ হাজার টাকা এবং ট্রফি পরাজিত দলকে ৪ হাজার টাকা সহ অন্যান্য ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের মোঃ মিজারুল হক, সোমনাথ সাহা সহ এলাকা ও ক্লাবের বিশিষ্ট ব্যক্তিত্ব।
আরও পড়ুনঃ সোমবার থেকে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে শুরু হল খালি বাস যাতায়াত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584