উত্তরপ্রদেশে কুশীনগরে বিয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু ১৩ জন মহিলার

0
85

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তরপ্রদেশের কুশীনগরের এক বিয়েবাড়িতে কুয়োতে পড়ে গিয়ে প্রাণ হারালেন অন্তত ১৩ জন মহিলা। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Uttarpradesh wedding accident
ছবিঃ এএনআই

কুশিনগর জেলার নেবুয়া নৌরঙ্গিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার রাতে, সেখানে একটি কুয়োর পাড়ে বেশ কয়েকজন মহিলা বসে ছিলেন। আচমকা কুয়োর পাড় ভেঙ্গে জলে পড়ে যান ঐ মহিলারা। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয় , আহত হন বেশ কয়েকজন। কুশীনগরের জেলা শাসক এস রাজালিঙ্গম, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। গোরক্ষপুর জোনের এডিজি অখিল কুমার জানান, গতকাল সন্ধ্যা ৮.৩০ নাগাদ নেবুয়া নৌরঙ্গিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি আমি। স্থানীয় প্রশাসন সমস্ত প্রয়োজনীয় কাজ করছে।”এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

আরও পড়ুনঃ কর্ণাটকে খুলেছে কলেজ কিছু জায়গায় হিজাব পরতে বাধা, মামলায় ফের শুনানি আজই

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here