সাধারণ ওয়ার্ডে সংক্রমণের জের! বেলেঘাটা আইডির ১৪ জন চিকিৎসক কোয়ারেন্টাইনে

0
30

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আইসোলেশন ছেড়ে সাধারণ ওয়ার্ডে রোগীর করোনা পজিটিভ আসায় করোনা সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনে পাঠানো হল বেলেঘাটা আইডির ১৪ জন চিকিৎসককে। এদের মধ্যে ৬ জনকে শুক্রবার রাতে এবং ৮ জনকে শনিবার সকালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল বা রাজ্য স্বাস্থ্য দফতর এখনও এ বিষয়ে সরকারি ভাবে কিছু ঘোষণা না করলেও বেসরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।

Belaghata ID | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, এ দিন সকালে এদের সকলের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। কিন্তু ২ দিনের আগে রিপোর্ট আসবে বলে মনে করা হচ্ছে না। তাই সতর্কতার জেরে মোট ১৪ জন চিকিৎসককেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালেও করোনা চিকিৎসার ‘বিল মেটাবে’ রাজ্য সরকার

জানা গিয়েছে, বেলেঘাটা আইডি হাসপাতালে ইন্টার্ন হিসাবে ডিউটি করতে এসেছিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৮জন ইন্টার্ন চিকিৎসক ও সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৬ জন চিকিৎসক। এদের মধ্যে ১৩ জন ইন্টার্ন আর ১ জন সিনিয়র চিকিৎসক। বৃহস্পতিবার তারা কাজে যোগ দিয়েছিলেন। সম্প্রতি বেলেঘাটা আইডির জেনারেল ওয়ার্ডে একজনের করোনা পজিটিভ আসে।

তারপরই এদের মধ্যে অনেকেরই দেহে করোনার নানা উপসর্গ দেখা দেওয়ায় ধাপে ধাপে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। শনিবার সকালেই এদের লালারস সংগ্রহ করা হলেও সেই রিপোর্ট সোমবারের আগে আসার সম্ভাবনা নেই। এদিকে একসঙ্গে এত চিকিৎসক কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে সঙ্কটে পড়ে গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্যভবনের সাহায্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here