করোনার উপসর্গ নিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আরও ১৪ জন

0
61

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে পজিটিভ আক্রান্তের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার মত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন অন্তত ১৪ জন। এঁদের সকলকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

14 people admitted to hospital suspected of coronavirus | newsfront.co
প্রতীকী চিত্র

নবান্ন সূত্রে বৃহস্পতিবার বিকেলে জানানো হয়েছে, এ রাজ্যে আক্রান্তের সংখ্যা আরও ১৬ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। মৃত্যু হয়েছে ৭ জনের।

তার পরে আক্রান্তের সংখ্যা আর না বাড়লেও করোনার মহামারী এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, সামান্যতম উপসর্গ দেখলেও চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন রোগীরা। আবার কলকাতা, বেশ কিয়ু বেসরকারি হাসপাতাল থেকে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে।

হাসপাতাল সূত্রে খবর, এঁদের প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পঞ্চাশোর্ধ্ব ২ জন। এঁদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা এবং অপর এক মহিলার বাড়ি মধ্যমগ্রামে।

আরও পড়ুনঃ রাজ্যে আরও ১৬ জন করোনা আক্রান্ত বেড়ে সংখ্যা ৫৩, মৃত ৭

বাইপাসের আরও এক বেসরকারি হাসপাতালের আইসোলেশেনে ভর্তি রয়েছেন আরও ৫ জন। যাঁদের মধ্যে রয়েছেন আর্মহার্স্ট স্ট্রিটের দু’জন, সম্পর্কে যাঁরা শ্বশুর ও পুত্রবধূ। রয়েছেন তমলুকের এক ব্যক্তিও। এছাড়া টালিগঞ্জের করুণাময়ীর এক ব্যাঙ্ক অফিসার, দক্ষিণ কলকাতার আরেক বাসিন্দা ভর্তি বাইপাসের ওই বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এঁদের বাদ দিয়ে আলিপুর সেনা হাসপাতালে করোনা আক্রান্ত নিয়ে ভর্তি চিকিৎসকের গাড়িচালককেও আইসোলেশনে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।এছাড়া সল্টলেক লাগোয়া বাইপাসের আরও এক বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি সল্টলেকের এক বাসিন্দা।

মেদিনীপুরের দাসপুরে করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here