নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিন এখন মহাসঙ্কটের মুখে। একেই রাম রক্ষে নেই তার উপর সুগ্রীব দোসর। করোনার দাপটে তো বিধ্বস্থ ছিলই এবার ভয়াবহ বন্যায় ডুবতে বসেছে চিন।
করোনা ভাইরাসের নতুন করে সংক্রমণের মাঝেই প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিনে। এখনও পর্যন্ত কমপক্ষে ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃতদেহের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে জিনপিং প্রশাসনের তরফে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ। পরিস্থিতি দেখে দেশের জনগণকে নিরাপদে রাখার জন্য সে দেশের সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে আশ্বস্ত করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং।
রবিবার চিনের বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সংক্রান্ত দপ্তর-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত দেশের ২৭টি রাজ্যে বন্যার জেরে ৩ কোটি ৭৯ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে ভয়াবহ পরিস্থিতি হয়েছে জিয়াংজি, আনহুই, হুবেই ও হুনানে।
আরও পড়ুনঃ নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ১৯
প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসের প্রথম থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে চিনের বিভিন্ন এলাকায়। এর ফলে বেশিরভাগ নদীর জলই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584