শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে কম-বেশি সংক্রমণ ছড়াচ্ছে সমস্ত হাসপাতালেই। সংক্রামিত হচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, এমনকি মৃত্যুও ঘটেছে বেশ কয়েক জনের। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলির মধ্যে সংক্রমণের রেকর্ড ঘটল এনআরএস হাসপাতাল।
সূত্রের খবর, সদ্য প্রস্তাবিত করোনা ওয়ার্ড খোলার আগেই গত ৩ দিনে এই হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মী-সহ প্রশাসনিক কর্তা মিলিয়ে মোট ১৪২ জন আক্রান্ত হয়েছেন। এই হাসপাতালেই ঘটে গিয়ে থাকতে পারে গোষ্ঠী সংক্রমণ, এমনটাই মত স্বাস্থ্য আধিকারিকদের।
আরও পড়ুনঃ ৪ ঘণ্টায় শহরের দু’প্রান্তে দুটো আত্মহত্যা রুখে নজির কলকাতা পুলিশের
এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই হাসপাতালে সংক্রামিত হয়েছিলেন মোট ৬৬ জন। তাঁদের মধ্যে ৬২ জনই রোগী। এর বাইরে আক্রান্তদের মধ্যে ছিলেন একজন করে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও একজন প্রশাসনিক কর্তা। সোমবার রোগী এবং অন্যান্যদের আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৩৪। মঙ্গলবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৪২।
আরও পড়ুনঃ পিপিই বাবদ রোগীর পরিবারের কাছে ১ লক্ষ ৮৪ হাজার টাকা আদায়!
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন করোনা ওয়ার্ড চালু হলেও এখনই এত বিপুল পরিমাণ রোগীদের চিকিৎসা করানোর মত পরিকাঠামো তৈরি করা সম্ভব নয়। তাই এই বিপুল সংখ্যক করোনা আক্রান্ত রোগী এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোনও কোভিড হাসপাতালে পাঠিয়ে সেখানে ভর্তি করানোর কথাবার্তা চলছে। কিন্তু এতজনকে ভর্তি করা ও সেখানে বেডের ব্যবস্থা করাও কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বিষয়টি সামলাতে সাহায্য চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরে আধিকারিকদের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584