মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
হিমাচল প্রদেশের কিন্নরের পর এবার উত্তরাখণ্ডের নৈনিতাল। ১৪ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকেই এগোচ্ছিল একটি বাস। কিন্তু আচমকাই ধস নামায় পিছোতে হল বাসের চাকা। অল্পের জন্য বেঁচে ফিরলেন ১৪ জন বাসযাত্রী। শুক্রবার মৃত্যুকে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন তাঁরা।
এদিন আচমকাই বাসের সামনে হুড়মুড়িয়ে পাহাড় ভেঙে পড়ে। বাস থামিয়ে দেয় চালক। পিছোতে হয় বাসের চাকা। সময়ের হেরফের হলে আর কয়েক সেকেন্ড পর ধস নামলে ফের বড়সড় দুর্ঘটনার শিকার হত ওই যাত্রীবোঝাই বাসটি।
#WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers narrowly escaped a landslide in Nainital on Friday. No casualties have been reported. pic.twitter.com/eyj1pBQmNw
— ANI (@ANI) August 21, 2021
আরও পড়ুনঃ ১৯ টি বিরোধী দলকে নিয়ে ভার্চুয়াল বৈঠক সোনিয়ার, ছিলেন মমতা ও ইয়েচুরি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরকাশী, নৈনিতাল, দেরাদুন এবং পৌরিতে রয়েছে বাড়তি সতর্কতা। এই এলাকাগুলোতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এছাড়াও, এই বর্ষার মরসুমে পার্বত্য জেলার অধিকাংশ জায়গায় ভূমিধস হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584