নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মায়ানমার নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে উঠে এলো ভয়াবহ তথ্য। রিপোর্টে বলা হয়েছে গত একবছরে সেনা বাহিনীর বিরুদ্ধে চলা আন্দোলনে অন্তত ১৫০০ গনতন্ত্রকামী মানুষ প্রাণ হারিয়েছেন, অবৈধভাবে আটক করা হয়েছে ১১ হাজার ৭৮৭ জনকে যার মধ্যে ৮৭৯২ জন এখনো জেলবন্দী। জেনেভায় রাষ্ট্রসংঘের এক বৈঠকে মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি এমনটাই জানিয়েছেন।

তিনি আরও বলেন যে, রিপোর্টে দেওয়া পরিসংখ্যানে শুধুমাত্র সেনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে যাদের মৃত্যু হয়েছে তাদের সংখ্যাই রয়েছে। এর বাইরেও সেনা অভ্যুত্থানের সময় সশস্ত্র সংঘর্ষে আরও কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছে বলেই মনে করে মানবাধিকার দপ্তর।
গত বছর ডিসেম্বর মাসে বিবিসি-র এক প্রতিবেদনে দাবি করা হয়, গত জুলাই মাসে মধ্য মায়ানমারের সাগাইং প্রদেশের কানি শহর সংলগ্ন অন্তত চারটি গ্রামে গণহত্যা চালায় টাটমাদাও বা বার্মিজ সেনা। যার জেরে ওই চারএলাকাতেই মারা যান অন্তত ৪০ জন।
আরও পড়ুনঃ বিগবস খ্যাত ‘হিন্দুস্থানি ভাউ’ ওরফে বিকাশ ফাটক এবার সত্যিই ফাটকে
বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, ওয়াইন নামের একটি গ্রামে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষকে মারা হয়। সেখানে ১৪ জন গ্রামবাসীর উপর অকথ্য নির্যাতন চালিয়ে তাঁদের হত্যা করেছে ফৌজ। উল্লেখ্য, ২০২১-এর ফেব্রুয়ারি মাসে মায়ানমারে সেনা অভ্যুত্থান হয়। নেত্রী আং সান সু কি’র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে বার্মিজ সেনা। তারপর থেকেই সেনা বাহিনীর বিরুদ্ধে চলছে প্রতিবাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584