ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
পুলিশ হেফাজতে গত এক বছরে মৃত্যু হয়েছে ১৫১ জন বন্দীর, বিজেপি সাংসদ বরুণ গান্ধীর প্রশ্নের উত্তরে সংসদে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর পরে রাজ্যওয়াড়ি হেফাজতে মৃত্যুর সংখ্যা নিয়েও প্রশ্ন করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) -এর তথ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সব রাজ্যের মধ্যে তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে হেফাজতে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশী, ২৬ জন বন্দী মারা গিয়েছেন পুলিশ হেফাজতে। অন্তত ১৩টি রাজ্যে হেফাজতে মৃত্যুর ঘটনা নথি অনুযায়ী ঘটেনি।
স্বরাষ্ট্র মন্ত্রক এও বলে যে, পুলিশ প্রশাসন রাজ্যের বিষয়। সে কারণে রাজ্যগুলির এই ধরণের প্রশাসনিক বিষয়ে উপযাজক হয়ে কেন্দ্র নাক গলায় না। স্বরাষ্ট্র মন্ত্রক বলে, পুলিশি নির্যাতনের ঘটনা প্রতিরোধ করা ও নাগরিকের মানবাধিকার সুরক্ষিত রাখা প্রাথমিক ভাবে রাজ্যগুলির দায়িত্ব।
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ, প্রতিবাদে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি ইউনিয়নের
তবে, জাতীয় মানবাধিকার কমিশন ও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই দুই রিপোর্টে পরিসংখ্যানের কিছু গরমিল থাকায় প্রশ্ন ওঠে তা নিয়েও। ২০১৯ এবং ২০২০ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী হেফাজতে মৃত্যুর ঘটনা যথাক্রমে ৮৫ ও ৭৬ কিন্তু ঐ দুই বছরে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা যথাক্রমে ১১৭ ও ৮৩।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584