বর্ণবাদের অভিযোগে জেরবার ইয়র্কশায়ার ক্লাবের ১৬ জন কোচের পদত্যাগ

0
66

শরীয়তুল্লাহ সোহন, স্পোর্টস ডেস্কঃ

অভিযোগটা অনেক আগেই উঠেছিল ইয়র্কশায়ারের বিরুদ্ধে। ঐ ক্লাবে দিনের দিন নানা ভাবে বর্ণ বৈষম্যের শিকার হন এশীয় ও কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররা। এমনই অভিযোগ এনেছিলেন ক্লাবের প্রাক্তন পাক বংশোদ্ভূত ক্রিকেটার আজিম রফিক।

Yorkshire club
ছবি: টুইটার

যদিও প্রথম দিকে অভিযোগ সরাসরি অস্বীকার করেন ক্লাবটি। কিন্তু সময়ের সাথে জল অনেক দূর গড়ায়, সময়ের সাথে বর্ণ বৈষম্যের যাবতীয় অভিযোগ সামনে চলে আসে। ক্লাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। ইয়র্কশায়ারের ঐতিহাসিক মাঠে যাবতীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিষিদ্ধ করা হয়। বিভিন্ন স্পন্সর সংস্থা গুলো ক্লাবের সঙ্গ পরিত্যাগ করে।

এমতাবস্থায় চারিদিক থেকে চাপের মুখে পড়ে দলের প্রধান কোচ সহ ১৬ জন কোচিং স্টাফ পদত্যাগ করলেন। এই প্রসঙ্গে ক্লাবের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, “দলের ডিরেক্টর অব ক্রিকেট মার্টিন মোক্সেন, প্রথম একাদশের কোচ অ্যান্ড্রু গেল পদত্যাগ করেছেন। সঙ্গে কাউন্টির বাকি সব কোচেরাও পদত্যাগ করেছেন। খুব তাড়াতাড়ি দলের নতুন ডিরেক্টর ক্রিকেট নিযুক্ত করা হবে। তারপর দলের বাকি কোচদেরও নিযুক্ত করা হবে।”

আরও পড়ুনঃ ঘরের মাঠে নিজের জন্মস্থানের বিপক্ষেই রেকর্ড গড়লেন কিউই বোলার আজাজ প্যাটেল

ইয়র্কশায়ারের নব নিযুক্ত চেয়ারম্যান কমলেশ পটেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “আমরা আগেই বলেছি বর্ণবৈষম্য মূলক ঘৃণ্য অপরাধকে আমাদের ক্লাব কোনভাবেই সমর্থন করে না। তার জন্য যে পরিবর্তন করা দরকার আমরা করবো। যদিও এই মুহূর্তে ক্লাব খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে। তবে ক্লাবের স্বার্থে আমাদেরকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here