মুর্শিদাবাদের বড়ঞাতে মন্ত্রী সুব্রত সাহার ওপর হামলা ঘটনায় আটক ১৬

0
81

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

বড়ঞাতে মন্ত্রী সুব্রত সাহা উপর হামলা ঘটনায় নয়া মোড়! ঘটনার তদন্তে নেমে ১৬ জনকে আটক করে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পাঠাল বড়ঞা থানার পুলিশ। হামলার ঘটনায় বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেই উঠছে একাধিক অভিযোগ।

Kandi court
নিজস্ব চিত্র

বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতি ও যুব সভাপতির নেতৃত্বে ঘটানো হয়েছে হামলা। তবে বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত বলে দাবি দুর্ঘটনাগ্রস্ত মৃতের পরিবার সহ ওই গ্রামবাসীদের।

নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব ব্লক নেতৃত্বদের অবমাননার জন্য বিধায়ক, মন্ত্রীকে নিয়ে গ্রামের প্রধান রাস্তাকে উপেক্ষা করে গলির রাস্তা দিয়ে মৃতদের পরিবারের দেখা করতে যায়। আর সেই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় নেতৃত্বরা। আর যার জেরেই মন্ত্রীর গাড়ির উপর হামলা করা হয়।

আরও পড়ুনঃ অসমে ছটপুজো সেরে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত ৯

তবে ঘটনায় ব্লক সভাপতি ও যুব সভাপতিদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্ব থেকে গ্রামবাসীদের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ মোট ১৬ জনকে আটক করে আজ কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ৩০৭, ৩৪১, ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here