আরও ১৬০০ সুস্বাস্থ্য কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে

0
267

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

করোনার কবলে গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির মধ্যে গ্রামে গ্রামে সুগার, প্রেশার ও বিভিন্ন অসুখ-বিসুখে নজরদারির জন্য রাজ্যজুড়ে সুস্বাস্থ্য কেন্দ্র আরও বাড়তে চলেছে।

WB health department | newsfront.co
ফাইল চিত্র

জানুয়ারির মধ্যে জেলায় জেলায় আরও ১৬০০ সুস্বাস্থ্য কেন্দ্র হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এজন্য প্রস্তুতিও চলছে জোরকদমে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, “এখন আমাদের কমবেশি দু’হাজার সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আরও ১৬০০ চালু হবে জানুয়ারির মধ্যে। সেভাবেই সব পরিকল্পনা করছি।“

আরও পড়ুনঃ আজ থেকে অতিরিক্ত ৪০ শতাংশ যাত্রী-সহ আরও বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো

এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চালানোর দায়িত্ব কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচওদের। নার্সদের প্রশিক্ষণ দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়। সেই ছ’মাসের প্রশিক্ষণও চলছে। শেষ হলেই পাঠিয়ে দেওয়া হবে সুস্বাস্থ্য কেন্দ্র পরিচালনায়।

স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, প্রত্যন্ত গ্রামের উপ স্বাস্থ্য কেন্দ্রগুলিকেই সুস্বাস্থ্য কেন্দ্রে রূপ দেওয়া হচ্ছে। সুগার, প্রেশার চেক আপ করা, রুটিন রক্তপরীক্ষা করা-সহ বিভিন্ন কাজ হবে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে।

আরও পড়ুনঃ নিউ নর্মাল পরিস্থিতিতে দুর্গাপুজো, গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার

করোনা পরিস্থিতির মধ্যে সুগার, প্রেশার-সহ রাজ্যর মানুষের কো-মরবিডিটি জানতে সরকার এখন মরিয়া। তাই করোনা-ভ্যাকসিন এলে সেই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার স্থির হবে।

কলকাতা পুরসভা ইতিমধ্যেই কো-মরবিডিটি স্টাডি শুরু করছে। সরাসরি এই ধরনের সমীক্ষা না হলে সুস্বাস্থ্য কেন্দ্রগুলির মাধ্যমে রাজ্য প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে সুগার, প্রেশারের প্রকোপ কতটা বাড়ছে, সে সম্পর্কে ধারনাও হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here