কাবুল থেকে ভারত ফেরত ১৬ জন করোনা আক্রান্ত

0
66

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

গতকাল, মঙ্গলবারই কাবুল থেকে ভারতে ফিরেছেন ৭৮ জন, এর মধ্যেই ১৬ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। যা নিয়ে উদ্বেগ বেড়েছে দ্বিগুণ। তালিবান দখলে চলে যাওয়ার পরই আফগানিস্তান থেকে ভারতের মানুষকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় কেন্দ্র।

Afgan Evacuees
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

তবে সেক্ষেত্রে আফগানিস্তান থেকে আসা ভারতীয়দের শরীরে করোনা সংক্রমণের হদিশ পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রথম থেকেই সচেতন ছিল দিল্লি। ওইদিন দিল্লি বিমানবন্দরে শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব মাথায় করে আনতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকেও। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন ও বিজেপি নেতা আরপি সিংও। তাদের সংস্পর্শে আসায় স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রী সংক্রমিত হওয়ার আশঙ্কা উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ ২ সেপ্টেম্বরের মধ্যে আমফান দুর্নীতি মামলায় রাজ্যের পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এই বিমানকে আফগানিস্তান থেকে তাজাকিস্তান হয়ে দিল্লি ফেরানো হয়েছে। এখনও পর্যন্ত ৬২৬ জনকে আফগানিস্তান থেকে ভারতে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণের খবর সামনে আসতেই আফগানিস্তান থেকে দিল্লি বিমানবন্দরে আসা বাকিদেরও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here