নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এক মর্মান্তিক দূর্ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের কানপুর। বাস ও অটোর সংঘর্ষে মৃত্যু হল প্রায় ১৭ জনের, আহত ৩০। ঘটনাটি ঘটেছে কানপুরের কাছে সাচেন্দিতে। আহতদের উদ্ধার করে প্রথমে লালা রাজপথ রাই হাসপাতালে ভর্তি করা হয়।
Kanpur: 17 people lost their lives after a collision between a bus and an auto in Sachendi area.
"Four people are undergoing treatment at Hallet hospital. The bus was going to Delhi from Lucknow," IG Mohit Agrawal says. pic.twitter.com/iuCBSs0Cf0
— ANI UP (@ANINewsUP) June 8, 2021
এই ঘটনায় ট্যুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসাথে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর পাশাপাশি পিএমএনআরএফ-এর তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Prime Minister @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh each from the PMNRF for the next of kin of those who have lost their lives due to a tragic accident in Kanpur, Uttar Pradesh. Rs. 50,000 would be provided to those injured.
— PMO India (@PMOIndia) June 8, 2021
আরও পড়ুনঃ চরম অমানবিকতার নিদর্শন! বৃদ্ধা মাকে বাড়ির শৌচালয়ে দু’সপ্তাহ আটকে রাখল ছেলে
কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানিয়েছেন, সাচেন্দির কাছে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসতে থাকা মিনিবাসটি ধাক্কা মারে যাত্রীবাহী অটোটিতে। ধাক্কা লাগার ফলে উল্টে যায় দুটি গাড়িই, মৃত্যু হয় ১৭ জনের। মিনিবাসটি লখনউ থেকে দিল্লির দিকে যাচ্ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584