জম্মু-কাশ্মীরে পরিস্থিতি তদারকিতে আসছে ১৭ দেশের প্রতিনিধি দল

0
60

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আমেরিকা-সহ ১৭ টি দেশের একটি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরে দু’দিনের সফরে আসছে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, ২০১৯-র অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের একটি দল কাশ্মীর সফরে এসেছিল।

jammu-and-kashmir | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু তারা পরবর্তীতে জানিয়েছিল দু-তিনদিনের সফরে এসে কোনও জায়গার হাল-হকিকত তেমন ভাল ভাবে বোঝা যায় না।

অগস্টে কাশ্মীর থেকে৩৭০ ধারা, ৩৫-এ ধারা উঠে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথানুযায়ী পরিস্থিতি আগের থেকে অনেক বেশি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ছিল। সেই কারণেই আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের। কিন্তু এবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে কোনওরকমের গাইডেড ট্যুর-এ আসতে তারা ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ অন্ধকারে আক্রান্ত স্থানীয় বিজেপি নেতা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বৃহস্পতিবার যে যে দেশ থেকে কাশ্মীর সফরে বিদেশি প্রতিনিধিরা আসছে, সে দেশগুলি হল— আমেরিকা, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, গুয়ানা, ব্রাজিল, নাইজেরিয়া, নাইজার, আর্জেন্তিনা, ফিলিপিন্স, নরওয়ে, মরক্কো, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ ও পেরু।

সূত্রের খবর, ওই প্রতিনিধি দল প্রথমে শ্রীনগরে আসবে। তারপর প্রতিনিধিরা দেখা করবেন কেন্দ্রশাসিত জম্মুর লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ উপাচার্যের বিরুদ্ধে

এক বর্ষীয়ান সরকারি কর্মকর্তা ওই জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘শ্রীনগরে তাঁদের বাদামি বাগে নিয়ে যাওয়া হবে। সেখানে সেনার তরফে তাঁদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বোঝানো হবে। এর পর তাঁরা নাগরিক সমাজের কিছু মানুষের সঙ্গে মিলিত হবেন। এবর মধ্যে কাশ্মীরের সাংবাদিকরাও থাকবেন।”

এদিকে অস্ট্রেলিয়া ও মধ্য প্রাচ্যের কিছু দেশের প্রতিনিধিদেরও এই সফরে থাকার কথা ছিল। কিন্তু সময়ের অভাবের জন্য তারা কোনও প্রতিনিধিকে পাঠাতে পারবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here