করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলকাতায় দু’দিনে আটক ১৭

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর জন্য জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ করোনা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ। যার জেরে অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষও।

অনর্থক গুজব ছড়ালে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বুধবারই এই নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন পুলিশ কমিশনার। আর সেই কথা যে নেহাতই ফাঁকা আওয়াজ নয়, তার ফলও মিলল হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনকে আটক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এরমধ্যে বুধবার ১২ জনকে আটক করা হয় এবং বৃহস্পতিবার ৫ জনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করার পরে বয়ানে সন্দেহজনক কিছু না পাওয়ায়, ছেড়েও দেওয়া হয় ৷

17 people arrested to spread coronavirus rumor in kolkata | newsfront.co
ছবিঃ প্রতীকী

বুধবার পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে জানিয়েছিলেন, সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় অযথা গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। করোনা নিয়ে গুজব ঠেকাতে কলকাতা পুলিশের সাইবার সেল একটি বিশেষ দল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজরদারি শুরু করেছে।

আরও পড়ুনঃ করোনাভাইরসের আতঙ্কে একাধিক পদক্ষেপ রাজ্য প্রশাসন থেকে ব্লক প্রশাসনের

কে বা কারা বিভিন্ন ধরনের ছবি পোস্ট করছে বা ভিত্তিহীন লেখা লিখে এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কেউ সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে কোন ভুয়ো পোস্ট করলে বা কোন পোস্ট শেয়ার করলে কিংবা কমেন্ট করলে তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, যাদের আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিসের ভিত্তিতে তারা এই ধরনের পোস্ট করছেন কিংবা কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না তা-ও জানার চেষ্টা করা হচ্ছে। লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও যদি প্রমাণ মেলে, যে কোনও অসৎ উদ্দেশ্যে এ ধরনের পোস্ট করা হচ্ছে তাহলে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করাও হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here