ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা সামাল দিতে এখনও নাকানি চুবানি খাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। শেষ ২৪ ঘন্টায় সে দেশে মৃত্যুর সংখ্যা ১৭৩৮ জন। অনেক আগেই ইতালিতে ছাড়িয়ে করোনা মহামারিতে মৃত্যু মিছিলে শামিল হয়েছে আমেরিকা।
করোনায় মৃতদের জন্য বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেদেশে তৈরি হয়েছে গণকবর।
এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫০০০০ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকাতে বাকি এটা করোনার প্রথম পর্ব চলছে। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০২০ এর শেষের দিকে।
যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি মানুষ করোনা কবলিত হয়ে মারা গেছেন। এই নিয়ে একদিকে যেমন করোনা মোকাবেলা করতে মরিয়া হয়ে পড়েছে ট্রাম্প সরকার। পাশাপাশি দেশে ধুঁকতে থাকা অর্থনীতিকে সামাল দিতে হতবুদ্ধিকর হয়ে গত সপ্তাহে ট্রাম্প লকডাউন তোলার ঘোষণা দেবার পর ২৪ ঘন্টায় মার্কিন মুলুকে ঘটনাচক্রে রেকর্ড ৪৫০০ জনের মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584