চলতি শিক্ষাবর্ষে বন্ধ দেশের ১৭৯ প্রফেশনাল কলেজ

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চলতি শিক্ষাবর্ষে বন্ধ হয়ে গিয়েছে দেশে ১৭৯ টি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট-সহ প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান। এই ঘটনা ন’বছরে সর্বোচ্চ। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশনের (এআইসিটিই) পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এসেছে।

AICTE | newsfront.co
প্রতীকী চিত্র

পরিসংখ্যান অনুযয়ী, গত শিক্ষাবর্ষে ৯২ টি টেকনিকাল শিক্ষা প্রতিষ্ঠান দরজায় তালা বন্ধ করতে বাধ্য হয়েছিল। তার আগের শিক্ষাবর্ষগুলিতে সেই সংখ্যা ছিল যথাক্রমে ৮৯, ১৩৪, ১৬৩ এবং ১২৬। ২০১৪-১৫ সালে ৭৭ টি প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই প্রতিষ্ঠানগুলির পাশপাশি কমপক্ষে ১৩৪ টি প্রতিষ্ঠান চলতি বর্ষে নতুন করে অনুমোদন চায়নি। কারণ গত পাঁচ বছরে বড় সংখ্যক আসন ফাঁকা থাকায় সেই প্রতিষ্ঠানগুলি চালানো আর সম্ভবপর হচ্ছে না।

আরও পড়ুনঃ পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের অধ্যাপক সংগঠন

‘প্রোগেসিভ ক্লোজার’-এর ফলে কোনও প্রতিষ্ঠান এবার প্রথম বর্ষে পড়ুয়া ভর্তি নিতে পারবে না। তবে যে পড়ুয়ারা এখনও পড়ছেন, তাঁরা কোর্স শেষ করতে পারবেন এবং তাঁরা ডিগ্রিও পাবেন। অন্যদিকে, চলতি শিক্ষাবর্ষে ফার্মাসি ও আর্কিটেকচার কলেজে এআইসিটিই অনুমোদিত ১.০৯ লাখ আসন কমানো হয়েছে।

আরও পড়ুনঃ পরিস্থিতির উন্নতি হলে শিক্ষক দিবস থেকে রাজ্যের স্কুল কলেজ খোলার ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষ থেকে ইতিমধ্যে চালু এবং নয়া ফার্মাসি ও আর্কিটেকচার কলেজের কাজকর্মের বিষয়টি দেখভাল করবে যথাক্রমে ‘ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া’ এবং ‘কাউন্সিল অফ আর্কিটেকচার।‘ ফলে অনেক ফার্মাসি এবং আর্কিটেকচার কলেজেই এআইসিটিইর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তার জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে আসন সংখ্যা। এমনই জানিয়েছেন এআইসিটিইর এক শীর্ষ আধিকারিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here