ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
কেরল বিমান দুর্ঘটনায় দুই পাইলট-সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ তে।
শুক্রবার রাত্রি ৮ টা ১৫ মিনিট নাগাদ ঘটা এই বিমান দুর্ঘটনায় আহত অনেক। বিমানে মোট ১৭৪ জন যাত্রী ছিল বলে জানা গেছে। দুবাই কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার(ix-1344) বিমানটি কেরলের করিপুর বিমান বন্দরে অবতরনের সময় পিছলে যায়। প্রবল বৃষ্টি এবং দৃশ্যমানতার অভাবের জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রানওয়ে পার হয়ে বিমানটি খাদে পড়ে দু-টুকরো হয়ে যায়।
Our task would have been much more difficult if the plane had caught fire. I am going to the airport (Kozhikode International Airport in Karipur): Hardeep Singh Puri, Civil Aviation Minister #Kerala https://t.co/4jXb4PAxQI
— ANI (@ANI) August 8, 2020
সিভিল এভিয়েশন মন্ত্রী হারদীপ সিং পুরী ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান যে বিমানে আগুন ধরে গেলে উদ্ধারকার্য খুব কঠিন হয়ে যেত। তিনি আরও জানান যে যাত্রীদের মধ্যে ১২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ২০২১ টি-২০ বিশ্বকাপ ভারতেই
হেল্প লাইন নম্বরঃ ০৫৬৫৪৬৩৯০৩, ০৫৪৩০৯০৫৭২, ০৫৪৩০৯০৫৭৫
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584