শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে নবান্নে ফের লকডাউন ঘোষণা হতেই ব্যাপক মাত্রায় ধরপাকড় শুরু করল পুলিশ। জানা গিয়েছে, লকডাউন ভেঙে অকারণে রাস্তায় বেরনোয় সোমবার কলকাতার রাস্তায় গ্রেফতার করা হল ১৮৫ জনকে। এদের মধ্যে মাস্ক না পরায় গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। একই সঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্যও জানিয়েছে লালবাজার। সেই তথ্য অনুযায়ী, মার্চ থেকে জুন মাসের মধ্যে কলকাতায় আত্মহত্যা করেছেন ৮০ জন, যার মধ্যে শুধু জুন মাসেই আত্মহত্যা করেছেন ৩৮ জন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে খারাপ অবস্থা কলকাতার। লাগাতার কলকাতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে প্রত্যেকদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। তা সত্ত্বেও কনটেনমেন্ট জোন ঘোষণা করেও আটকানো যাচ্ছে না সাধারণ মানুষকে। কোনও প্রয়োজন ছাড়াই অকারণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। লালবাজারের তরফে স্পষ্ট বার্তা, ‘লকডাউন যথাযথ ভাবে বলবৎ করতে এবার আর কোনও ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভেঙে অক্সিজেনের নল ছিঁড়ে মর্মান্তিক মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধের
এই ঘটনা ছাড়াও আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের সামনে। মহামারী করোনার জন্য গত চার মাসেরও বেশি সময় ধরে লকডাউনে স্তব্ধ গোটা রাজ্য। আর ব্যবসা থেকে চাকরি সব ক্ষেত্রেই ধাক্কা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বহু মানুষ, বলে দাবি মনোবিদদের। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ মাসে(মার্চ-জুন) কলকাতাতে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা ৮৫। যার মধ্যে আত্মঘাতী হয়েছেন ৬০ জন। আর অন্যান্য কারণে মৃত্যু হয়েছে ২৫ জনের। সবচেয়ে বেশি আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে জুন মাসে।
আরও পড়ুনঃ সাড়ে তিন হাজার টাকার প্যাকেজে ১৪ দিনের জন্য বাড়িতেই ‘সেফ হোম’ চিকিৎসা চালু কলকাতায়
লালবাজার জানাচ্ছে, মার্চে ৫ জন, এপ্রিলে ৬ জন, মে মাসে ১১ জন এবং জুনে আত্মঘাতী ৩৮ জন আত্মঘাতী হওয়ার খবর মিলেছে। তার মধ্যে রয়েছেন এক পুলিশকর্মীও। লকডাউন যত দীর্ঘায়িত হচ্ছে, উপার্জনহীন মানুষ অবসাদে ততই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। জুলাই মাসেও একাধিক আত্মঘাতীর খবর মিলেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই তালিকা আরও দীর্ঘায়িত হবে, এমনটাই আশঙ্কা পুলিশের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584