মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতে না যেতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি হয়েছে গোটা দেশে। তবে সংক্রমণের হার আগের থেকে অনেকটা কমে গিয়েছে। ধীরে ধীরে কমছে মৃত্যুর সংখ্যাও। এরই মাঝে মহারাষ্ট্রের মনখুরদ এলাকায় একটি শিশুদের হোমে করোনা ভাইরাসে আক্রান্ত হল ১৮ জন শিশু। বৃহ্নমুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানান হয়েছে, কোভিড আক্রান্ত শিশুদের সকলকে ভাসি নাকা এলাকার একটি আইসোলেটেড হোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিএমসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, “মুম্বইয়ে মনখুরদের একটি চিল্ড্রেনস হোমে ১৮ জন শিশু করোনা পজিটিভ হয়েছে। সব শিশুর ভাসি নাকার একটি কোভিড সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” মহারাষ্ট্রের ১৮ জন শিশুদের করোনা আক্রান্তের ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
Mumbai | 18 children have tested positive for COVID-19 at a children's home in Mankhurd. All children have been shifted to an isolation ward at a COVID centre in Vashi Naka: Brihanmumbai Municipal Corporation (BMC)
— ANI (@ANI) August 29, 2021
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র প্রধান সৌম্যা স্বামীনাথন জানান, শিশুদের করোনা আক্রান্ত নিয়ে অযথা চিন্তা করার প্রয়োজন নেই। করোনা শিশুদের উপর তেমনভাবে প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন সৌম্যা। তিনি আরও বলেন, সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারত। যাকে বলে ‘এন্ডেমিক’ পর্যায়।
আরও পড়ুনঃ শিশুদের বিষয়ে অযথা আতঙ্ক নয়, ভারত সম্ভবত অতিমারির শেষ পর্যায়ে, জানালেন হু-র প্রধান বিজ্ঞানী
এখন ভারতে অতিমারী যে পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই পর্যায়ে পৌঁছে একটা জাতি ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে যায়, ভাইরাসকে সঙ্গী করেই জীবন কাটায়, সেই পর্যায়কেই ‘এন্ডেমিক’ বলা হয়। ভারত ধীরে ধীরে অতিমারির এই পর্যায়েই পৌঁছে যাচ্ছে বলে মনে করছেন হু-র প্রধান বিজ্ঞানী।
আরও পড়ুনঃ মুম্বইয়ের ধারাভিতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, আহত ১৫
রবিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যদফতরের তরফে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৬৬ জন। এদের মধ্যে ৩ হাজার ৩০১ রোগী সুস্থ হয়ে উঠেছেন। সে রাজ্যে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫২ হাজার ৮৪৪ জন। দৈনিক মৃত্যু সংখ্যা ছিল ১৩১ জন। এদিকে, রবিবার দেশে করোনা সংক্রমণের সংখ্যাটা সামান্য কমল। দৈনিক মৃত্যুর সংখ্যা ফের পাঁচশোর নীচে নেমে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584