ঘুমন্ত অবস্থাতেই মৃত্যুর কোলে! উত্তরপ্রদেশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১৮ জন শ্রমিকের

0
89

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার মাঝরাতটা যে বিহারের শ্রমিকদের জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে, তা কারোর জানা ছিল না। এদিন মাঝরাতে খারাপ হয়ে গিয়েছিল বাস। তাই রাস্তায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। এরপরই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই তাঁদের দিকে ধেয়ে আসে একটি ট্রাক। তারপরই বাস ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ১৯ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবনকি জেলায়।

Uttarpradesh Accident
সৌজন্যেঃ এনডিটিভি

জানা গিয়েছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে। সেই বাসের সামনেই রাস্তায় ঘুমাচ্ছিলেন ওই শ্রমিকরা। তাঁদের উপর দিয়েই চলে যায় ট্রাকটি। সে সময় ট্রাক এসে ধাক্কা মারাতেই ট্রাক ও বাসের চাকায় পিষ্ট হয় শ্রমিকরা। পুলিশ সূত্রে খবর, প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন সেই বাসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকরা ছিলেন বিহারের বাসিন্দা। লখনউ থেকে ২৮ কিমি দূরে অবস্থিত বারাবনকির আশেপাশেই কোথাও নির্মাণ কাজ করছিলেন তাঁরা। এদিন বাসে করে হরিয়ানা থেকে ফিরছিলেন ওই শ্রমিকরা। কিন্তু মাঝপথেই খারাপ হয়ে যায় বাস। তাই চালক শ্রমিকদের বিশ্রাম করতে বলে এবং বাস ঠিক করতে নেমে যান। গরমে একটু স্বস্তি পেতে বাসের সামনেই রাস্তায় শুয়ে পড়েছিলেন শ্রমিকেরা। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর ওই মৃত শ্রমিকদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ ‘রাজ্যে আরও করোনা টিকা লাগবে’, প্রধানমন্ত্রীকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

লখনউ জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল সত্য নারায়ণ সাবাত বলেন, “মঙ্গলবার মাঝরাতে বারাবনকির রাম সানেহি ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের ১৮ জন শ্রমিকের। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে এখনও তাঁদের চিকিৎসা চলছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here