মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। রাজ্যঘুরে তিনমাস আগে পশ্চিমবঙ্গেও প্রবেশ করেছে কোভিড-১৯। এ রাজ্যেও সংক্রমণের সংখ্যা নেহাৎ কম নয়। কলকাতার পর পশ্চিমবঙ্গে সবথেকে বেশি অ্যাফেক্টেড বা ‘এ’ কনটেনমেন্ট জোন রয়েছে উত্তর চব্বিশ পরগনায়। এর মধ্যে বিধাননগর পুরনিগমের আওতায় ‘এ’ জোনের সংখ্যা সর্বাধিক।
সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনায় অ্যাফেক্টেড জোন রয়েছে ১৪৪টি। অধিকাংশ ‘এ’ জোনই কলকাতা লাগোয়া। এর মধ্যে বিধাননগর পুরনিগম এবং কামারহাটি পুরসভায় ‘এ’ কনটেনমেন্ট জোনের সংখ্যা সবথেকে বেশি। সেখানে ১৮ টি করে এলাকা অ্যাফেক্টেড হিসেবে চিহ্নিত।
বিধাননগরের যে ‘এ’ কনটেনমেন্ট জোন কোনগুলো? দেখে নিন এক ঝলকে:
১) ৩নং ওয়ার্ড :
অ্যাপেলো হাসপাতাল, গোপালপুর, বটতলা, নারায়ণপুর (থানা নারায়ণপুর)।
২) ৪নং ওয়ার্ড :
রাজারহাট, নুতনপাড়া, প্রগতি সংঘ। (থানা নারায়ণপুর)।
৩) ৬নং ওয়ার্ড (আংশিক) :
তেঘরিয়া, চার্নক হাসপাতাল, ঢালিপাড়া, চার্নক হস্টেল, নিশিকানন, চিনার পার্ক। (থানা বাগুইআটি)।
৪) ৭নং ওয়ার্ড :
কৈখালি মণ্ডলগাঁথি, হলদিরাম (থানা বাগুইআটি)।
৫) ৯নং ওয়ার্ড :
মানশিবতলা, দেবালয় অ্যাপার্টমেন্ট, রঘুনাথপুর, সাহাপাড়া, দেশবন্ধু নগর, বাগুইআটি (থানা ইকো পার্ক)।
৬) ৬নং এবং ১১নং ওয়ার্ড (আংশিক) :
মালিরবাগান, কৈখালি, শীতলামন্দির, সর্দারপাড়া, তেঘরিয়া, তেঘরিয়া সেকেন্ড লেন (তরুণ সংঘ ক্লাবের কাছে), লিচু বাগান (থানা বাগুইআটি)।
৭) ১২নং ওয়ার্ড :
চিনার পার্ক (থানা বাগুইআটি)
৮) ১৪নং ওয়ার্ড :
জ্যাংরা দক্ষিণ মাঠ, সর্দারপাড়া, হাতিয়াড়া, নিউ টাউন। (থানা ইকো পার্ক)
৯) ১৮নং ওয়ার্ড :
পূবালি অশ্বিনীনগর, বাগুইআটি। (থানা বাগুইআটি)
১০) ২২নং ওয়ার্ড :
কেষ্টপুর, ঘোষপাড়া (থানা নিউ টাউন)।
১১) ২৬নং ওয়ার্ড :
সুকান্তপাড়া, পূর্বপাড়া, মিশন বাজার, কেষ্টপুর। (থানা বাগুইআটি)
১২) ২৭নং ওয়ার্ড :
কৃষ্ণপুর, নিউ টাউন। (থানা নিউ টাউন)।
১৩) ৩৪নং ওয়ার্ড :
এইচ এ ব্লক, মিজোরাম হাউজ, পুলিশ আবাসন সল্টলেক, কে বি ব্লক। (থানা সল্টলেক দক্ষিণ)
১৪) ৩৫নং ওয়ার্ড :
সল্টলেক, সেক্টর-৪, নবপল্লি। (থানা সল্টলেক দক্ষিণ)
১৫) ৩৬নং ওয়ার্ড :
বাসন্তীদেবী কলোনি, চিংড়িঘাটা, সল্টলেক, সেক্টর-৪, ত্রিনাথ পল্লি। (থানা সল্টলেক দক্ষিণ)
১৬) ৩৮নং ওয়ার্ড :
দত্তাবাদ, সল্টলেক, কলকাতা-৬৬। (থানা বিধাননগর দক্ষিণ)
১৭) ৪০নং ওয়ার্ড :
সি ডি, সল্টলেক, সেক্টর-১। (থানা বিধাননগর উত্তর)
১৮) ৪১নং ওয়ার্ড :
এ ডি ব্লক, ব্লক – এ সি, সল্টলেক, কলকাতা-৯১। (থানা বিধাননগর উত্তর)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584