আনিসুর রহমান,স্পোর্টস ডেস্কঃ
বিশ্ব মঞ্চে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ইউরো কাপ। অনেকে একে ‘ইউরোপের বিশ্বকাপ’ বলেও আখ্যা দেয়। ইউরো কাপের ইতিহাসে এখনও পর্যন্ত মোট ১০ টি দেশ জিতেছে এই প্রতিযোগিতা। জার্মানি এবং স্পেন জিতেছে তিনটি শিরোপা। ফ্রান্স জিতেছে দুটি খেতাব।
এছাড়াও পর্তুগাল, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া এবং গ্রিস একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২০ ইউরো কাপ এখনো শেষ হয়নি। আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ২০২০-২১ ইউরো কাপের ফাইনাল।
এক ঝলকে দেখে নিন ইউরো কাপের প্রতিটি টুর্নামেন্টে কে বা কারা ছিলেন টপ স্কোরার:
২০২০-২১: চলতি ইউরো কাপে ৫ টি করে গোল করে যুগ্ম ভাবে এখন অব্দি সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং চেক ফরোয়ার্ড প্যাট্রিক শিক
২০১৬: এন্টোইন গ্রিজম্যান (ফ্রান্স) – ৬ গোল
২০১২: ফার্নান্দো টরেস (স্পেন) , অ্যালান জাজায়েভ (রাশিয়া), মারিও গোমেজ (জার্মানি), মারিও মান্দুউকিয়া (ক্রোয়েশিয়া), মারিও বালোটেলি (ইতালি), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) – ৩ গোল
২০০৮: ডেভিড ভিলা (স্পেন) – ৪ গোল
২০০৪: মিলান বারোয়েস (চেক প্রজাতন্ত্র) – ৫ গোল
২০০০: প্যাট্রিক ক্লুইভার্ট (নেদারল্যান্ডস), সাভো মিলোয়েভিয় (ইউগোস্লাভিয়া) – ৫ গোল
১৯৯৬: অ্যালান শিয়ের (ইংল্যান্ড) – ৫ গোল
১৯৯২: হেনরিক লারসেন (ডেনমার্ক), কার্ল-হেইঞ্জ রিডেল (জার্মানি), ডেনিস বার্গক্যাম্প (নেদারল্যান্ডস), টমাস ব্রোলিন (সুইডেন) – ৩ গোল
১৯৮৮: মার্কো ভ্যান বাস্টেন (নেদারল্যান্ডস) – ৫ গোল
১৯৮৪: মিশেল প্লাতিনি (ফ্রান্স) – ৯ গোল
১৯৮০: ক্লাউস অলফস (পশ্চিম জার্মানি) – ৩ গোল
১৯৭৬: ডিয়েটার মুলার (পশ্চিম জার্মানি) – ৪ গোল
১৯৭২: জার্ড মুলার (পশ্চিম জার্মানি) – ৪ গোল
১৯৬৮: ড্রাগন দাজিয়া (যুগোস্লাভিয়া) – ২ গোল
১৯৬৪: জেসেস মারিয়া পেরেদা (স্পেন), পেরেক বেনি (হাঙ্গেরি), নোভাক (হাঙ্গেরি) – ২ গোল
১৯৬০: ফ্রান্সোইস হিউ্তে (ফ্রান্স), ভিক্টর পোনেডেলনিক (ইউএসএসআর), ভ্যালেনটিন ইভানভ (ইউএসএসআর), ড্রায়ান জেরকোভিয়া (যুগোস্লাভিয়া), মিলান গালি (গোস্লাভিয়া) – ২ গোল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584