নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা। জানা গিয়েছে যে, এই সংঘর্ষে বিভিন্ন দলের মোট ১৬জন রাজনৈতিক কর্মী মারা গেছেন। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন ও তার পরবর্তী সংঘর্ষে মৃতের পরিবারকে ২লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
তিনি এও বলেন, এই সাহায্য অতিসামান্য, তবে এতে ভেদাভেদ করা হবে না। তৃণমূল, বিজেপি অথবা সংযুক্ত মোর্চা, প্রত্যেক পরিবারই এই সাহায্য পাবেন। এছাড়া শীতলকুচিতে যে পাঁচজন মারা গেছেন তাদের পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে।
আরও পড়ুনঃ শপথ নেওয়ার পরই বীরেন্দ্র- জাভেদকে পুরোনো পদে ফেরালেন মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ৩মে পর্যন্ত কমিশনের আদর্শ আচরণবিধি জারি ছিল, তখনই এই ঘটনা ঘটেছে। নির্বাচনের সময় সবকিছুই বদলে দিয়েছিল কমিশন। যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানেই সংঘর্ষের ঘটনা বেশি ঘটেছে।’
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘যেভাবে হোক এই অশান্তি থামাতে হবে, বাংলা শান্তির জায়গা এখানে কেউ অশান্তি করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে পৌঁছেছে রাজ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584