ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
উত্তরপ্রদেশের কোনৌজ জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় অন্ততপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার রাত্রে প্রায় ৫০ জন যাত্রীবাহী একটি বাস ও একটি জ্বলনশীল বস্তু বহনকারী লরির মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও লরি দুটোতেই আগুুন ধরে যায়।
कन्नौज डीएम: 13 लोग मेडिकल कालेज रिफर कर दिए गये हैं। सभी खतरे से बाहर है। मृतकों की सही जानकारी फॉरेंसिक जांच से पता चलेगा। #Kannauj @dm_kannauj @UPGovt pic.twitter.com/RDvg5Vm97B
— News24 India (@news24tvchannel) January 10, 2020
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে।ফায়ার ব্রিগেড এর চারটি ইঞ্জিন প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে।
কানপুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মোহিত আগারওয়াল সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ২১ জনকে উদ্ধার করা গেছে তারা এখন আশঙ্কার বাইরে। এখন আমাদের টিম এটা জানার চেষ্টা করছে যে কত জনের মৃত্যু হয়েছে।
@PremPrakashIPS @adgzonekanpur द्वारा #Kannauj में सड़क हादसे के दुर्घटना स्थल का निरीक्षण किया गया तथा घायलो से मुलाकात की गयी। @Uppolice @dgpup @CMOfficeUP pic.twitter.com/4qQweYKyzd
— ADG ZONE KANPUR (@adgzonekanpur) January 10, 2020
সূত্র অনুযায়ী এক প্রত্যক্ষদর্শীর মতে দুর্ঘটনার সময় বাসটি ভিড়ে ঠাসা ছিল। তারমধ্যে মাত্র ১০ থেকে ১২ জন বেরোতে পেরেছেন। বাকিরা ভেতরেই আটকে ছিলেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের সুচিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584