বজ্রপাতে মৃত্যুমিছিল অব্যাহত, আজ ২০, গত ১০ দিনে ১৫০-এর বেশি প্রাণহানি বিহারে

0
58

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত ও প্রতীকী

বিহারে বজ্রপাতে মৃত্যুমিছিল অব্যাহত। শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে অন্ততপক্ষে ২০ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই  ভোজপুর জেলার। ভোজপুরে ৯, সারণে ৫, কাইমুরে ৩, পাটনায় ২ ও বক্সারে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

ঘটনায় শোক প্রকাশ করে মৃত ব্যক্তিদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে তিনি রাজ্যবাসীকে সতর্ক থেকে আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

আরও পড়ুন:বাড়ির সামনেই গুলিবিদ্ধ উত্তর ব্যারাকপুরের নির্দল কাউন্সিলর

শেষ ১০ দিনে বিহারে ১৫০-এর বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। গতকাল শুক্রবার মৃত্যু হয়েছিল ৮ জনের ও তার আগেরদিন বজ্রপাতে রাজ্যে ২৬ জনের প্রাণহানি ঘটে। ২৫ শে জুনের আগে রাজ্যব্যাপী বজ্রপাতের ঘটনায় ৯২ ব্যক্তির মৃত্যু হয়। পরে ৩০শে জুন বিহারের পাঁচ জেলায় বজ্রপাতে ১১ ব্যক্তির মৃত্যু হয় ‌।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here