ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
১লা জুন থেকে চলবে ২০০ টি প্যাসেঞ্জার ট্রেন। আজ সকাল ১০টা থেকে শুরু হবে বুকিং।
Railways will run 200 fully reserved trains with AC/Non-AC coaches, wef 1st june
Tickets can only be booked online, 30 days advance
All coaches including General coach will be fully reserved
E-ticket booking on IRCTC website starts at 10 am on 21st Mayhttps://t.co/hsXjIkzpby
— Ministry of Railways (@RailMinIndia) May 20, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনার পর ভারতীয় রেল মন্ত্রক আগামী ১লা জুন থেকে ২০০ টি প্যাসেঞ্জার ট্রেন চালিয়ে রেল পরিষেবা কিছুটা হলেও পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:দিল্লি থেকে ১৫জোড়া বিশেষ ট্রেন, আগামীকাল বুকিং শুরু
জানা গেছে ট্রেন গুলিতে এসি, নন এসি এবং জেনারেল কোচ তিনটেই থাকবে। তবে পুরো ট্রেনে শুধুমাত্র রিজার্ভেশন কামরা থাকবে। শুধুমাত্র অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল থেকে টিকিট কাটা যাবে। কোন রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে না। অ্যাডভান্স রিজার্ভেশনের ক্ষেত্রে এক মাস আগে থেকে টিকিট কাটা যাবে বলে রেল মন্ত্রকের সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584