শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা অঞ্চলে চিন ও ভারতীয় সেনা সংঘর্ষ। ঘটনায় ভারতের দিকে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। জানা গিয়েছে,অরুণাচল প্রদেশ দিয়ে প্রায় দুশো চিনা সৈন্য ভারতের স্থলভাগে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনার বাধার মুখে পড়ে পাল্টা আঘাত হানে তারা। ভারতীয় সেনাও তার জবাব দেয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষও হয় তবে পরে দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যস্থতায় বিষয়টি তখনকার মত মীমাংসা হয়।
এই ঘটনায় ভারতের দিকে কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হননি, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। কিছুদিন আগেও উত্তরাখণ্ড দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে চিনার সেনারা। তখনও তাদের চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা দিয়ে চিনা সেনারা প্রায়ই জোর করে ঢোকার চেষ্টা করে এদেশে।
আরও পড়ুনঃ ‘শুধু কথাতেই অ্যাকশন, আসলে কাজ কিছুই হচ্ছে না‘, লখিমপুরের ঘটনায় প্রতিক্রিয়া শীর্ষ আদালতের
গত ৩০ অগস্টও প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারাহোটি এলাকার পাঁচ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছিল শতাধিক চিনা সেনা। ওই এলাকায় ইন্দো-টিবেটান পুলিশ (আইটিবিপি) নজরদারি চালায়। প্রশ্ন উঠছে, কি ভাবে বারে বারে চিনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, চিনের আগ্রাসী ভূমিকায় সীমান্তে শান্তি বিঘ্নিত হতে পারে। তবে দুই দেশের আলোচনায় এই সমস্যাগুলি দ্রুত মীমাংসার চেষ্টা চলছে। তাঁর আশা, চিনও এ বিষয়ে দায়িত্বজ্ঞান সম্পন্ন আচরণ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584